Description
মহাকাশ ক্যাম্প – SPACE CAMP (বরগুনা)
মহাকাশ শুরু থেকেই আমাদের কাছে রহস্যময় এবং অনেক বেশি রোমাঞ্চকর। আকাশে একটু উঁকি দিতে সবারই ইচ্ছা হয়।
চাঁদ দেখলে মনে হয় সাথে সাথে হাঁটে, মাঝে মাঝে প্রশ্ন জাগত কিভাবে সব জায়গায় যায় আমার সাথে? সূর্য গ্রহণের সময় বালতিতে পানি নিয়ে দেখতাম পানি কাঁপছে কিনা। কিভাবে জেমস ওয়েভ টেলিস্কোপ ১৪শত কোটি বছর আগের ছবি তুলল?
কতো কতো জিজ্ঞাসা কতো কতো প্রশ্ন আমাদের এই মহাকাশকে ঘিরে। তাই এবার সকলের জন্য আমাদের আয়োজন “স্পেস ক্যাম্প।”
স্পেস ক্যাম্পে মহাকাশ নিয়ে তোমার জিজ্ঞাসা, তোমার প্রশ্নের যেমন উত্তর পাবে, সুযোগ পাবে কিছুক্ষণের জন্য মহাকশে “ঢু” মারার।
কী কী থাকছে পুরো আয়োজনে ?
১। টেলিস্কোপে চাঁদসহ অন্যান্য গ্রহ উপগ্রহ নিজ চোখে দেখার সুযোগ
২। উল্কা পতন পর্যবেক্ষণ
৩। স্পেস অলিম্পিয়াড (অন স্পট-সকলের জন্য উন্মুক্ত)
৪। গেমস (সকলের জন্য উন্মুক্ত)
৫। মহাকাশ বিষয়ক প্রশ্ন-উত্তর
টিকেটঃ ১২০ টাকা (জনপ্রতি)
বিঃদ্রঃ ১টি টিকেট ১ দিনের জন্য প্রযোজ্য তাই টিকেট কাটার আগে আপনার সময় অনুযায়ী উপযুক্ত দিনের টিকেটটি নিন। আপনি ২ দিনই উপভোগ করতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই ২ দিনের জন্য পৃথক ২টি টিকেট নিতে হবে। শিশুদের (৬ বছরের নিচে) জন্য ফ্রি তবে আপনার সাথে আপনার শিশু অংশগ্রহণ করলে টিকেট নেয়ার সময় দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিকে জানাবেন।
সময়ঃ
১ম দিনঃ ৬ অক্টোবর,২০২২ (বিকেল ৪ টা থেকে রাত ১০ টা)
২য় দিনঃ ৭ অক্টোবর, ২০২২ (বিকেল ৪ টা থেকে রাত ১০ টা)
ভ্যেনুঃ Al Mizan Shopping Complex and Mosjid Market (Rooftop), Barguna Sadar, Barguna
স্পেস ক্যাম্প অনেক মজার ও দারুণ অভিজ্ঞতা অর্জন করবে সবাই।
—
For partnership, stall booking or any other information please contact with us at 01933200500.
Tickets available online, only on 2GO!
Tickets are non-refundable, non-cancellable.
DESCLAIMER: 2GO is not an organizer of the event, hence does not assume any responsibilities regarding the event, venue or quality. To learn more about 2GO’s terms please visit our terms & condition page.